ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। তবে অবশেষে দলের প্রয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। রোববার বিকেএসপি’র ৩ নম্বর মাঠে তার অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে তারা হারিয়েছে ৯৭ রানের বড় ব্যবধানে।
প্রথমে ব্যাট করে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৭৭ রান। দলের হয়ে অধিনায়ক সোহান ১৩১ বলে ১৩২ রানের অনবদ্য ইনিংস খেলেন, যেখানে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কা। তবে শুরুর দিকটা ছিল বেশ কঠিন। ওপেনিংয়ে ভালো শুরু না হওয়ায় ৪৫ রানের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় ধানমন্ডি। এরপর হাল ধরেন সোহান ও বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলাম নয়ন। তাদের ১১৩ রানের দারুণ জুটিতে দল বড় সংগ্রহ গড়ে। সাঞ্জামুল করেন মূল্যবান ৪০ রান।
২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুর ব্যাটিং লাইনআপ ধসে পড়ে ধানমন্ডির শক্তিশালী বোলিং আক্রমণের সামনে। ওপেনার রানা শেখ (১৩) ও অনিক সরকার (১৯) সামান্য প্রতিরোধ গড়লেও ধস নামতে সময় লাগেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন রহিম আহমেদ, তবে তার ইনিংসটি দলকে বাঁচাতে যথেষ্ট ছিল না। ৪৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৮০ রানেই থেমে যায় শাইনপুকুর।
ধানমন্ডির হয়ে কামরুল ইসলাম রাব্বি ৩ উইকেট নেন মাত্র ২৩ রানে, আর স্পিনার সাঞ্জামুল ৪৯ রানে ৪ উইকেট শিকার করেন। সোহানের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স ধানমন্ডিকে এনে দেয় দারুণ এক জয়। পাঁচ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়, অন্যদিকে শাইনপুকুর হারলো চতুর্থবারের মতো।
সংক্ষিপ্ত স্কোর:
ধানমন্ডি স্পোর্টস ক্লাব: ৫০ ওভারে ২৭৭/৯ (নুরুল হাসান সোহান ১৩২*, হাবিবুর রহমান সোহান ৪৫, সাঞ্জামুল ইসলাম নয়ন ৪০; রায়ান রাফসান ৩/৪৫, রাফিউজ্জামান ২/৪৬)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৫.৩ ওভারে ১৮০/১০ (রহিম আহমেদ ৪২, মিনহাজুল আবেদিন সাব্বির ৩৫; সাঞ্জামুল ৪/৪৯, কামরুল ইসলাম রাব্বি ৩/২৩)
ফল: ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৯৭ রানে জয়ী।