দেশের বাজারে সোনার দাম ফের বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হবে, যা আগের চেয়ে ২ হাজার ৬১৩ টাকা বেশি।
এছাড়া, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৫ হাজার ৭৫৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকায় বিক্রি হবে।
এর আগে ৯ মার্চ সোনার দাম কমেছিল ১ হাজার ৩৮ টাকা। তবে, ২০ ফেব্রুয়ারি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা হয়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। নতুন দামের ফলে ক্রেতাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে।