যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে, যার ফলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এই ধ্বংসযজ্ঞে দেশটির বেশ কয়েকটি রাজ্য মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। টর্নেডোটি ৬টি অঙ্গরাজ্য জুড়ে ব্যাপক তাণ্ডব সৃষ্টি করেছে, এতে আড়াই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, মিসৌরি রাজ্যে ১২ জন, টেক্সাসে তিনজন এবং অন্যান্য রাজ্যগুলোতে আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে টেক্সাস, মিসৌরি এবং ইলিনয়িতে প্রায় ২ লাখ ৪০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এছাড়া, মিসিসিপি, লুইসিয়ানা ও টেনেসি অঞ্চলে আরও শক্তিশালী আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মিসৌরির গভর্নর মাইক কেহো জানান, রাজ্যটি তীব্র ঝড় এবং টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, আরকানসাসে তিনজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন, যার ফলে গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন।