রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত প্রেস সচিব জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বিকালে রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা এলাকা থেকে জেলা ডিবি ও বাগমারা থানার পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
জিল্লুর রহমানের বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা, যুবদল নেতাকে গুলি করার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। তিনি বাগমারা শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর গ্রামের ইসমাইল হোসেন গাইনের ছেলে। পলাতক অবস্থায় থাকলেও তার বিরুদ্ধে ত্রাস সৃষ্টির অভিযোগও রয়েছে।
এদিকে, ঢাকার কাফরুল থানার মেহেদী হাসান হত্যা মামলার আসামি মো. সুমন মিয়াকেও ময়মনসিংহে গ্রেফতার করেছে র্যাব। ১০ ফেব্রুয়ারি পূর্বশত্রুতার জেরে মেহেদী হাসানকে ছুরি মেরে হত্যা করা হয়।