ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি ৪০ বছর বয়সেও প্রতিটি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলার জন্য উদগ্রীব থাকেন, শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়টি অর্জন করেছেন। রোনাল্ডো এক দুর্দান্ত গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন। তবে, ৬০ মিনিটে কোচ স্তেফান পিওলি তাকে তুলে নেওয়ায় রোনাল্ডো ক্ষুব্ধ হন। মাঠ ছাড়ার সময় তার শরীরী ভাষায় অসন্তুষ্টি প্রকাশ পায় এবং তিনি ডাগআউটে না গিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান।
এই গোল ছিল রোনাল্ডোর ক্যারিয়ারের ৯২৮তম গোল। এখন তার আর মাত্র ৭২টি গোল প্রয়োজন, যাতে তিনি হাজার গোলের মাইলফলক ছুঁতে পারেন। ম্যাচ শেষে রোনাল্ডো তার দলের জয় নিয়ে একটি পোস্ট করে বলেন, “আরেকটি যুদ্ধ জয়। চলো একসঙ্গে এগিয়ে যাই।”