ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রতি বিসিসিআইয়ের আস্থা অটুট রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পুরস্কৃত হতে পারেন তিনি, তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির শিরোপা হারানোর পর রোহিতের অধিনায়কত্ব নিয়ে কিছু গুঞ্জন উঠেছিল।
তবে, শেষ পর্যন্ত সেই গুঞ্জন ভ্রান্ত প্রমাণিত হয়েছে। ভারতীয় নির্বাচকরা নিশ্চিত করেছেন যে, জুন-আগস্টে ইংল্যান্ড সফরে অনুষ্ঠিত আসন্ন টেস্ট সিরিজে রোহিতই দলের নেতৃত্ব দেবেন। বিশেষজ্ঞরা রোহিতের ম্যাচ পরিস্থিতি মূল্যায়ন করার দক্ষতা ও নেতৃত্বের প্রমাণ দিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ব্যক্তিগত কারণে রোহিত প্রথম টেস্টে খেলেননি, এবং পরবর্তীতে তার অধিনায়কত্বে ভারত হারে। তবে, একমাত্র জয়টি আসে বুমরাহর নেতৃত্বে, যার পর থেকে তার অধিনায়ক হওয়ার দাবি উঠেছিল। যদিও, একমাত্র টেস্ট জয় দিয়ে বুমরাহকে নেতৃত্বে আনা হয়নি।
আগামী জুনে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে, এবং রোহিতই সেই সিরিজে ভারতের নেতৃত্বে থাকবেন।