লালমনিরহাট, রংপুর ও সিরাজগঞ্জে পৃথক তিনটি ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের তারাগঞ্জে বৃহস্পতিবার দুপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাগর ইসলাম (২০) নামে এক তরুণকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। মামলার পর শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
লালমনিরহাটের হাতীবান্ধায় সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা (২২) নামে এক যুবককে আটক করা হয়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পৃথক তিনটি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।