মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় নতুন ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। এক্সিওস ও জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবে হামাস জীবিত ৫ জন জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি ৯ মৃত জিম্মির দেহও ফেরত দেবে। বিনিময়ে, ইসরায়েল ৫০ দিনের যুদ্ধবিরতি মঞ্জুর করবে, যা ২০ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়, দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির আলোচনা হবে। উইটকফ কাতার ও মিশরের সঙ্গে আলোচনা শেষে এই প্রস্তাব নিয়ে হামাসের প্রতিক্রিয়া অপেক্ষা করছেন।