বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ১৪ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে, এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটও ইস্যু করা হবে।
এদিন ২৪ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাবে। অগ্রিম টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে, এবং এটি সাত দিন ধরে চলবে।
রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ মার্চ যারা টিকিট ক্রয় করবেন, তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। একইভাবে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ এবং পরবর্তী তারিখের টিকিট ক্রয়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ঈদযাত্রার জন্য এই বছর ৩৫,৩১৫টি টিকিট প্রতি দিন ঢাকা থেকে বিক্রি হবে। এছাড়া, বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা ঈদযাত্রায় সুবিধা প্রদান করবে। এবারের ঈদযাত্রার জন্য পাঁচটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে, যা গত বছরের চেয়ে কম।
এছাড়া অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ৪৪টি যাত্রীবাহী কোচ এবং ১৯টি লোকোমোটিভ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না, তবে ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে।