মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। এই পরাজয়ের ফলে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখান থেকে জয়ী হলে পরবর্তী ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে হবে।
এককে বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬, ১-৬ গেমে পাকিস্তানের রোমান হামজার কাছে পরাজিত হন। অন্যদিকে, তুষার মোঃ তানভীর ২-৬, ০-৬ গেমে শাহবাজ আলীর বিপক্ষে হার স্বীকার করেন। সাধারণত এককে দুই ম্যাচ হেরে গেলে দ্বৈত ইভেন্টের প্রয়োজন হয় না, তবে স্থান নির্ধারণের জন্য দ্বৈত ম্যাচও অনুষ্ঠিত হয়। সেই ম্যাচেও কাব্য ও তুষার জুটি ৪-৬, ১-৬ গেমে রোমান ও তালহার কাছে হেরে যায়।
বাংলাদেশের জুনিয়র টেনিস দল সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করছে। বিশ্ব জুনিয়র টেনিসের এশিয়ান প্রাক-বাছাই পর্বে কাব্যরা তৃতীয় হয়েছিল। এবারের জুনিয়র ডেভিস কাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। যদিও পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ, তবে স্থান নির্ধারণী ম্যাচগুলোতে জয় তুলে নেওয়ার সুযোগ এখনো রয়েছে।