ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। গত বছরের ৯ জুলাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে কোচ হিসেবে নিয়োগ দেয়, এবং তাঁর চুক্তি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। গম্ভীরের কোচিংয়ে ভারতের সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি জয় তার সফলতার পরিপূরক হয়ে ওঠে।
গম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন ১৪ কোটি রুপি, যা তাঁকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচদের মধ্যে অন্তর্ভুক্ত করে। তাঁর পূর্ববর্তী কোচ রাহুল দ্রাবিড়ের বেতন ছিল ১২ কোটি রুপি। গম্ভীরের জন্য আরও অনেক সুবিধা রয়েছে, যেমন বিদেশ সফরে দৈনিক ২১ হাজার রুপি ভাতা, বিজনেস ক্লাসে উড়োজাহাজের টিকিট, বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা এবং লন্ড্রি খরচসহ অন্যান্য সুবিধা।
বিসিসিআইয়ের লক্ষ্য, এসব সুবিধার মাধ্যমে তারা গম্ভীরকে ও তাঁর সহকর্মীদের দল পরিচালনায় আরো বেশি মনোযোগী করতে চায়। চুক্তি অনুযায়ী, বড় টুর্নামেন্টে ভারতের সাফল্যের সাথে গম্ভীর বোনাসও পাবেন। এসব সুবিধা এবং পারফরম্যান্সভিত্তিক বোনাস গম্ভীরকে অনুপ্রাণিত করছে, যা তাঁর কোচিং কর্মক্ষমতা ও দলের জন্য লাভজনক হতে পারে।