ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলবেন ২৫ মার্চ, ভারতের শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। তবে দেশের মাটিতে তার প্রথম খেলার সুযোগ পেতে যাচ্ছেন ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে পরিকল্পনা করছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে (আগের নাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) এই ম্যাচটি আয়োজনের।
আজ (বুধবার) বিকেলে বাফুফে কম্পিটিশন কমিটির সভায় এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর হোম ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফে কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, “১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে এবং এই ম্যাচটি স্টেডিয়ামের বিশাল ধারণক্ষমতা এবং ফুটবলের ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ।”
গত তিন বছর ধরে বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে কিংস অ্যারেনায়, তবে জাতীয় স্টেডিয়াম সংস্কারের কারণে সেখানে ম্যাচ হয়নি। সংস্কারের কাজ চললেও বাফুফে আশা করছে, জুনের আগেই স্টেডিয়াম খেলার উপযোগী হবে।
এছাড়া হামজা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সিলেট আসবেন এবং পরবর্তী সময়ে সিলেট থেকে ঢাকায় আসবেন। ১৮ মার্চ থেকে ঢাকায় অনুশীলন শুরু করবেন তিনি।
এই কম্পিটিশন কমিটির সভায় নারী ফুটবলের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট চট্টগ্রামে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে ফুটবলের প্রসারণ এবং ভেন্যুর উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়।