রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে খুন করার ঘটনায় গ্রেফতার হওয়া দম্পতি রুপা বেগম ও নাজিম হোসেন আদালতে তাদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিনের আদালত রুপার এবং মাহবুব আলমের আদালত নাজিমের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, সাইফুর রহমান রুপাকে নিজ বাসায় আশ্রয় দেওয়ার পর তাকে ধর্ষণের চেষ্টা করলে রুপার স্বামী নাজিম প্রতিবাদ করেন। একপর্যায়ে সাইফুরকে বঁটি দিয়ে আঘাত করে খুন করেন নাজিম। এই হত্যার ঘটনায় ১০ মার্চ রাতে সাইফুর রহমান উত্তরখানের একটি বাসায় নিহত হন। হত্যাকাণ্ডের পর নাজিম ও রুপাকে ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।