একসময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ছিল পাকিস্তান, এবার সেই দলই টুর্নামেন্টের সবচেয়ে বাজে পারফরম্যান্স করা দল। গ্রুপ পর্বে কোনো ম্যাচ জিততে না পারায় আট দলের মধ্যে তারা হয়েছে অষ্টম, যা দেশটির ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে রয়েছে। মূল সমস্যা হিসেবে তিনি দেখছেন ভুল সিদ্ধান্ত এবং পরিকল্পনার অভাব।
শাদাব খানকে ফেরানো নিয়ে প্রশ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। এ সিদ্ধান্ত নিয়েই সরব হয়েছেন আফ্রিদি। তিনি প্রশ্ন তুলেছেন, “কিসের ভিত্তিতে শাদাব খানকে দলে নেওয়া হলো? তার সাম্প্রতিক পারফরম্যান্স কী?”
পিসিবির ব্যর্থতাকে দুষলেন আফ্রিদি
আফ্রিদির মতে, শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কখনোই কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি। পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভির সমালোচনা করে তিনি বলেন, “প্রত্যেক চেয়ারম্যানই মনে করেন, তিনিই সব ঠিক করে দেবেন। কিন্তু সমস্যার আসল জায়গায় কোনো পরিবর্তন আসে না।”
অধিনায়ক পরিবর্তন নিয়ে ক্ষোভ
নতুন স্কোয়াড ঘোষণার সময় মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে সালমান আলি আগাকে অধিনায়ক করা হয়েছে। এ নিয়েও আফ্রিদি প্রশ্ন তুলেছেন। তার মতে, বারবার অধিনায়ক বদল করা এবং পরিকল্পনাহীন সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান ক্রিকেটকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
পিসিবি প্রধানকে পরামর্শ
মাহসিন নাকভি স্বীকার করেছেন যে তিনি ক্রিকেট সম্পর্কে বিশেষ কিছু জানেন না। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, “যদি ক্রিকেট না বোঝেন, তাহলে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করা উচিত। পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব ফুল-টাইম কাজ, এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।”
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা নিয়ে ভক্ত ও সাবেক ক্রিকেটারদের হতাশা ক্রমেই বাড়ছে। শহিদ আফ্রিদির মতো কিংবদন্তিরাও মনে করছেন, যথাযথ পরিকল্পনা ও কার্যকর নেতৃত্বের অভাবের কারণেই দলটি এতটা পিছিয়ে পড়ছে।