দীর্ঘ বিরতির পর আবারও ব্যাট হাতে মাঠে নামলেন এবি ডি ভিলিয়ার্স, আর ফিরেই দেখালেন চিরচেনা বিধ্বংসী রূপ। তিন বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি ম্যাচে মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ব্যাটার।
সেঞ্চুরিয়ানে আয়োজিত এই ম্যাচে টাইটান্স লিজেন্ডসের হয়ে বুল লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামেন ডি ভিলিয়ার্স। তার ব্যাট থেকে আসে ১০১ রানের বিস্ফোরক ইনিংস, যেখানে ১৫টি ছক্কার মার ছিল, কিন্তু কোনো চারের দেখা মেলেনি। অবিশ্বাস্য ব্যাপার হলো, পুরো ইনিংসে তিনি মাত্র দুটি ডট বল খেলেন এবং তার স্ট্রাইক রেট ছিল ৩৬০! যা তার জনপ্রিয় ডাকনাম ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র সঙ্গে একদম মানানসই।
ডি ভিলিয়ার্সের এই দুর্দান্ত ইনিংসের সুবাদে টাইটান্স ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ২৭৮ রান। জবাবে বুল লিজেন্ডস ১৪ ওভারে ৮ উইকেটে ১২৫ রান তুলতেই বৃষ্টি হানা দেয়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সহজ জয় পায় ডি ভিলিয়ার্সের দল।
এই ইনিংসের মাধ্যমে ডি ভিলিয়ার্স যেন আবারও প্রমাণ করলেন, কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বিনোদনদাতা ব্যাটার!