বাংলাদেশ ফুটবল দল সম্প্রতি সৌদি আরবের তায়েফে তাদের ক্যাম্প পরিচালনা করেছে। সোমবার অনুশীলন না থাকায় দলের মুসলিম ফুটবলার ও কোচিং স্টাফরা মক্কা গিয়ে ওমরাহ পালন করেছেন। এ সময় অমুসলিম ফুটবলার ও কোচিং স্টাফরা তায়েফে হোটেলে থাকেন। গত তিন বছর ধরেই বাংলাদেশ ফুটবল দল মার্চ মাসে সৌদি আরবে ক্যাম্প করছে এবং গত দুই বছরের মতো এবারও ছুটির দিনে ফুটবলাররা ওমরাহ পালন করেন। ওমরাহ শেষ করে তারা রাতে আবার তায়েফে ফিরে যান।
বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন। সেই স্কোয়াডের ২৮ জন ঢাকায় ক্যাম্প শুরু করেছেন, এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম কাল জেদ্দায় দলের সঙ্গে যোগ দেন।