ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে দারুণ ফর্ম ধরে রেখেছে শেলটেক ক্রিকেট একাডেমি। আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৪ উইকেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
শেলটেক এখন পর্যন্ত আসরে ৭টি ম্যাচ খেলেছে এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে। তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ে ২ পয়েন্ট বেশি। মোহামেডান ৭ ম্যাচে ৬টি জয় ও ১টি পরাজয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে।
যদি শেষ ম্যাচে মোহামেডান জিতে এবং শেলটেক পরাজিত হয়, তবে দুই দলের পয়েন্ট হবে সমান ১৪। কিন্তু নিয়ম অনুযায়ী, দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল বিবেচনা করা হবে, যেখানে শেলটেক আগে মোহামেডানকে পরাজিত করেছিল। তাই পয়েন্ট সমান হলেও শেলটেকই হবে চ্যাম্পিয়ন। অন্যান্য টুর্নামেন্টে সাধারণত নেট রানরেট বিবেচনায় নেওয়া হলেও এই লিগে সেই নিয়ম প্রযোজ্য নয়।
এদিকে, আবাহনী লিমিটেড ৭ ম্যাচে ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সমান ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে গুলশান ইয়ুথ ক্লাব। বিকেএসপি ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে।
শেলটেকের এই অপরাজিত শিরোপা জয় নারী ক্রিকেটে তাদের আধিপত্যের আরও একটি প্রমাণ হয়ে থাকলো।