অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একাধিক ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আরও চারটি ক্রীড়া স্থাপনার নাম বদলে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
ধানমন্ডির ‘সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিয়া গোপ। তার স্মরণে এই নামকরণ করা হয়েছে।
এছাড়া, ‘শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’। একইভাবে ‘শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স’ হয়েছে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ এবং ‘এনএসসি টাওয়ার শেখ কামাল মিলনায়তন’-এর নাম বদলে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।
এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।