শ্রীলঙ্কার ক্রিকেটার আশেন বান্দারাকে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশীর ওপর হামলা করার অভিযোগে। শনিবার শ্রীলঙ্কা পুলিশ তাকে আটক করে, তবে জামিনের পর মুক্তি পায়। অভিযোগ, গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তর্কের পর বান্দারা তার বাড়িতে প্রবেশ করে আক্রমণ করেন।
পুলিশ জানিয়েছে, পিলিয়ানদালার কোলামুন্না এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, পার্কিং সমস্যা নিয়ে তর্কের এক পর্যায়ে বান্দারা প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাকে আক্রমণ করেন। গ্রেফতারের পর তাকে জামিন দেওয়া হলেও, ১২ মার্চ আদালতে হাজির হতে হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলি ডি সিলভা জানিয়েছেন, তদন্তের পর বান্দারা যদি দলের সুনাম নষ্ট করে থাকেন, তবে সিদ্ধান্ত নেওয়া হবে। ২৬ বছর বয়সী বান্দারা শ্রীলঙ্কার জাতীয় দলে কয়েকটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ২০২৩ সালের এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন।