মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর অবস্থা এখনো সংকটাপন্ন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বুকে চাপের কারণে শিশুটির ফুসফুসে বাতাস জমে গেছে, যা অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে।
এ ঘটনায় রোববার মাগুরা আদালত চত্বরে বিক্ষোভ হয়। দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করেন। ইতিমধ্যে শিশুটির বোনের শ্বশুর, স্বামী, ভাশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইকোর্ট শিশুটির ছবি-ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছে এবং ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে বলেছে। পাশাপাশি শিশুটির ও তার ১৪ বছর বয়সী বোনের নিরাপত্তা নিশ্চিতে সমাজসেবা কর্মকর্তাদের নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।