সম্প্রতি নারীদের ওপর ঘটে যাওয়া নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। নারী-পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।”
আজ (শনিবার) আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের নারীরা সাহসিকতার সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, শত বাধা পেরিয়ে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, “নারীর ক্ষমতায়নের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর মতো আয়োজনেও। এই উৎসবে রেকর্ডসংখ্যক নারী অংশ নিয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ নানা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এতে দেশের ২৭ লাখ ৪০ হাজার নারী অংশগ্রহণ করেছে, যা আমাদের সমাজে নারীর ভূমিকার ব্যাপ্তি ও পুরুষদের সমর্থনের প্রতিফলন।”
তবে নারীদের প্রতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। “নারী বিরোধী শক্তিগুলোকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অনেকেই এখনো নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের অবজ্ঞার চোখে দেখে, যা পরিবর্তন হওয়া জরুরি।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “নারীদের অবমূল্যায়নের যে দৃষ্টিভঙ্গি সমাজে প্রচলিত, তা বদলাতে না পারলে জাতি হিসেবে আমরা কখনোই সামনে এগোতে পারবো না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলাও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশেদ, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, এবং অধ্যাপক ড. গীতি আরা নাসরিন। এ সময় নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ বিতরণ করা হয়, যেখানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কয়েকজন নারীকে সম্মানিত করা হয়।