রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধি দল।
শুক্রবার এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এই তথ্য জানান। তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তির সম্ভাব্য খসড়া তৈরির লক্ষ্যে আমরা ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি। বৈঠকটি আগামী সপ্তাহে সৌদিতে অনুষ্ঠিত হবে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি উপস্থিত থাকব।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। ওয়াল্টজ জানান, ওয়াশিংটন এখন ‘শাটল কূটনীতি’ শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মতামত শোনার পর উভয় পক্ষের সম্মতিতে একটি চুক্তির খসড়া প্রস্তুত করা হবে।
এদিকে, সম্ভাব্য এই শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ন্যাটো মহাসচিব মার্ক রুট আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ১২ ফেব্রুয়ারি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ দেড় ঘণ্টা কথা বলেন। এরপর ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে দুই নেতা মুখোমুখি বৈঠক করেন, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ও যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।