বিশ্ব ক্রিকেটের বড় আসরগুলোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা সব সময়ই গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এই পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই বিসিসিআই রোহিতের নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বোর্ড এমন একজন অধিনায়ক খুঁজছে, যিনি বিশ্বকাপ পর্যন্ত দলকে এগিয়ে নিতে পারবেন।
আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এরপরই বিসিসিআই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দেবে। তখনই বোঝা যাবে, ভারতীয় ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন আসবে কি না।
অনেকেই মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত। তবে বিসিসিআই মনে করছে, রোহিত এখনই অবসর নিতে চান না। যদিও বোর্ডের সিদ্ধান্ত হবে দলের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রোহিত ভারতের হয়ে আরও কিছুদিন খেলতে চায়। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বলা হয়েছে। তবে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। এখন প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় চুক্তিতে তাকে এ+ ক্যাটাগরিতে রাখা হবে কি না। সাধারণত এই ক্যাটাগরিতে তাদের রাখা হয়, যারা তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করেন। তবে রোহিতের মতো টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার বিষয়েও বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে হবে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বোর্ড আপাতত রোহিতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি যদি ওয়ানডে থেকে অবসর নেন, তাহলে নতুন অধিনায়ক খুঁজবে বিসিসিআই। তবে রোহিতের সাম্প্রতিক নেতৃত্বগুণ ও পারফরম্যান্সের কথা বিবেচনা করেই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।