আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা “জ্বীন থ্রি”, যার পোস্টার সম্প্রতি প্রকাশ পেয়েছে। এই সিনেমাটির গল্প নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, পূর্ববর্তী দুই কিস্তি “জ্বীন” এবং “জ্বীন টু” সফল হওয়ায় নতুন পর্ব আসছে এবারের ঈদুল ফিতরে।
পোস্টারে দেখা যাচ্ছে, একটি মেয়ে কালো পোশাক পরিধান করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। তার হাত ভর্তি লম্বা নখ এবং বড় বড় রক্তচোষা দাঁত! এটি সেই নুসরাত ফারিয়া, যিনি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে তার এই নতুন লুক দেখে অনেকেই তাকে প্রথমে চিনতে পারেননি। নুসরাত ফারিয়ার এমন অবাক করা রূপ দেখে নেটিজেনরা বেশ কৌতূহলী হয়ে উঠেছেন, এবং প্রশ্ন করছেন—তিনি কি জ্বীন, ভূত, না ভ্যাম্পায়ার? সিনেমা সংশ্লিষ্টরা জানান, এই প্রশ্নগুলোর উত্তর পুরো সিনেমা দেখলেই মিলবে।
এবার, নতুন রূপে নুসরাত ফারিয়া দর্শকদের মন জিতে নেবেন কি না, সেটাই দেখার বিষয়!