উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ আবারও প্রমাণ করল কেন তারা ইউরোপের অন্যতম সেরা দল। শহরের প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই চলে। মাত্র চতুর্থ মিনিটেই রদ্রিগো গোয়েসের দুর্দান্ত এক গোল রিয়ালকে এগিয়ে দেয়। ফেদে ভালভার্দের পাস ধরে ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ শটে বল পাঠান জালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখলেন তিনি।
তবে অ্যাতলেটিকো মাদ্রিদও ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া ছিল। প্রথমার্ধের ৩২তম মিনিটে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত শটে সমতায় ফেরে তারা। কামাভিঙ্গা ও রদ্রিগোর বাধা এড়িয়ে দূরপাল্লার শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা।
দ্বিতীয়ার্ধে রিয়াল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজের দুর্দান্ত এক গোলের মাধ্যমে আবারও এগিয়ে যায়। বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিয়ন্ত্রিত শটে গোলরক্ষকের বাধা পেরিয়ে বল জালে পাঠান মরক্কান মিডফিল্ডার।
ম্যাচের শেষ ভাগে অ্যাতলেটিকো গোলের জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালালেও রিয়ালের জমাট রক্ষণ তাদের সুযোগ দেয়নি। অপরদিকে, রিয়ালও ব্যবধান বাড়ানোর কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ের ফলে দ্বিতীয় লেগের আগে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, আর অ্যাতলেটিকোর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।