চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারতকে ঘিরে আলোচনা হয়েছে, যেখানে বলা হচ্ছে তারা ‘ঘরের মাঠের সুবিধা পাচ্ছে’, যদিও পাকিস্তান এই টুর্নামেন্টের স্বাগতিক। ভারতে খেলার সুযোগ পাওয়ার বিষয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রেসি ফন ডার ডুসেনও তাদের মন্তব্য রেখেছেন। এই নিয়ে প্রশ্ন উঠলে, ভারতীয় কোচ গৌতম গম্ভীর ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান।
গম্ভীর জানান, ভারত এখানে কোনো বাড়তি সুবিধা পায়নি। তিনি বললেন, “এই ভেন্যু আমাদের জন্য যতটা নিরপেক্ষ, অন্য যেকোনো দলের জন্যও ততটাই নিরপেক্ষ।” তিনি আরও বলেন, “যদি দুজন বিশেষজ্ঞ স্পিনার রাখার পরিকল্পনা থাকত, তাহলে আমরা পাকিস্তান বা যেখানেই খেলতাম, সেখানেও তাদের খেলাতাম।”
এছাড়া, গম্ভীর আরও উল্লেখ করেন যে ভারত এখানে একদিনও অনুশীলন করেনি, বরং আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে, যেখানে কন্ডিশন সম্পূর্ণ আলাদা। তবে, তাঁর মতে, কিছু মানুষ সব সময় অভিযোগ করে এবং তাদের উচিত ‘বড় হওয়া’। গম্ভীরের বক্তব্যের পর ভারতের কোচ হিসেবে তার মেজাজ হারানোর বিষয়টি নতুন কিছু নয়।