ঢাকা প্রিমিয়ার লিগে নতুন ভূমিকায় যাত্রা শুরু করলেন মোহাম্মদ আশরাফুল। একসময় ব্যাট হাতে ঝড় তোলা এই ক্রিকেটার এবার ধানমন্ডি ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার কোচিংয়ে প্রথম ম্যাচেই জয় পেয়েছে দল, যেখানে নুরুল হাসান সোহানের ব্যাটিং ছিল জয়ের মূল কারিগর।
মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ২৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ধানমন্ডি ক্লাব। ওপেনার আশিকুর রহমান শিবলী (২৩) ও হাবিবুর রহমান সোহান (৩২) উড়ন্ত সূচনা এনে দেন। এরপর ফজলে রাব্বি ৫৫ ও ইয়াসির আলী রাব্বি ৪১ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
তবে ধানমন্ডির জয়ের নায়ক ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দলের যখন প্রয়োজন ছিল দৃঢ়তার, তখনই সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। মাত্র ৫৩ বলে ৫৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ দিকে জিয়াউর রহমানের অপরাজিত ১৯ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাহফুজুল রবিন (৮৪), ইমতিয়াজ তান্না (৫০) ও মিজানুর রহমান (৭৩) দুর্দান্ত ব্যাটিং করেন, কিন্তু দলের বোলাররা ধানমন্ডির ব্যাটারদের থামাতে ব্যর্থ হন। ধানমন্ডির বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি ২টি উইকেট নেন।
প্রথম ম্যাচেই জয় পাওয়ায় কোচ আশরাফুলের জন্য এটি স্বপ্নের শুরু। নতুন ভূমিকায় তার সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে দলের এমন দারুণ পারফরম্যান্স নিশ্চয়ই তাকে আত্মবিশ্বাস জোগাবে।