পবিত্র রমজান মাসে মুসলিম দর্শকদের ইবাদতের সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির হোমগ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ডে চালু করা হয়েছে একটি বিশেষ প্রার্থনা কক্ষ, যেখানে মুসলমানরা নামাজ আদায়ের সুযোগ পাবেন।
‘ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স ক্লাব’-এর প্রচেষ্টায় চালু হওয়া এই কক্ষটি মূলত একটি মাল্টি-ফেইথ রুম, যেখানে অন্যান্য ধর্মের অনুসারীরাও নিজেদের প্রার্থনা করতে পারবেন। এখানে একসঙ্গে ২০ জন দর্শক নামাজ আদায় করতে পারবেন।
ওল্ড ট্রাফোর্ডের স্ট্রেটফোর্ড এন্ড এবং স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডের মাঝামাঝি স্থানে তৈরি করা এই বিশেষ কক্ষটি ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে খোলা হবে এবং ম্যাচ শেষ হওয়ার পর আরও ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। ইতোমধ্যে জায়নামাজ দিয়ে কক্ষটি সাজানো হয়েছে, যাতে মুসলিম দর্শকরা শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই মানবিক উদ্যোগ যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্লাবটির পরবর্তী ম্যাচ থেকেই এই বিশেষ প্রার্থনা কক্ষটি ব্যবহারের সুযোগ পাবেন দর্শকরা।