বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ ভয়াবহ ডিজিটাল জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। রাষ্ট্রীয় সহায়তায় ই-মানি সৃষ্টির মাধ্যমে নগদ বিপুল পরিমাণ টাকা বাজারে ছাড়ে। এভাবে প্রায় ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করে এবং আরও ২,৩৫৬ কোটি টাকা বিভিন্ন উপায়ে লোপাট করে। এ ঘটনায় যে আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে, তার দায় চাপানো হয়েছে ডাক বিভাগের ওপর।
কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উঠে আসে, ডিজিটাল মাধ্যমে টাকা ছাপানোর ঘটনা দেশে এই প্রথম ঘটল। তদন্তে জানা যায়, নগদ অনুমোদন ছাড়াই ৬৪৫ কোটি টাকা বেশি ই-মানি ইস্যু করেছে এবং ৪১টি পরিবেশক মাধ্যমে ১,৭১১ কোটি টাকা আত্মসাৎ করেছে। এসব পরিবেশকের দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা, কিন্তু তারা তা না করে টাকা তুলে নিয়েছে।
নগদ, ডাক বিভাগের একটি সরকারি প্রতিষ্ঠান হলেও এর মালিকানায় ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিরা, এবং এর কার্যক্রমে সজীব ওয়াজেদ জয় সরাসরি যুক্ত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নগদে ব্যাপক অনিয়ম হয়েছে, যার জন্য এখন মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।