দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। দুই বছর আগে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার কি রোহিত শর্মার দল সেই পরাজয়ের বদলা নিতে পারবে, নাকি আবারও অস্ট্রেলিয়ার দাপটের সামনে নত হবে তারা?
সম্প্রতি দুবাইয়ে ভারতের পারফরম্যান্স বেশ আত্মবিশ্বাসী করে তুলতে পারে দলকে। গ্রুপ পর্বে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অতীত পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত বারবার হোঁচট খেয়েছে।
দুবাইয়ের কন্ডিশন ও উইকেট স্পিনারদের জন্য সহায়ক, যা ভারতের জন্য ইতিবাচক। তবে অস্ট্রেলিয়াও কম শক্তিশালী নয়। তাদের দলে রয়েছে বিশ্বমানের ব্যাটসম্যান ও অভিজ্ঞ পেসাররা। জস ইংলিস, স্টিভ স্মিথরা আছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া স্পিন আক্রমণে অ্যাডাম জাম্পার পাশাপাশি নতুন প্রতিভাবান স্পিনার কুপার কনোলির অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করতে পারে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য স্বস্তির বার্তা দিচ্ছেন। তার মতে, দুবাইয়ের কন্ডিশন তাদের জন্য পরিচিত হলেও এটি ভারতের ঘরের মাঠ নয়। প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তিনি বলেন, “আমরা জানি, অস্ট্রেলিয়া দুর্দান্ত দল। তবে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স মাথায় রেখে আত্মবিশ্বাসী থাকতে হবে।”
সন্ধ্যা ৩টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে কারা হাসবে শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে ২২ গজের লড়াই শেষ হওয়া পর্যন্ত।