বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান বলেছেন, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলন-সংগ্রামের ইতিহাস বিকৃত করা হয়েছে এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ইতিহাস মুছে যেতে দেবে না জামায়াত। সোমবার রাজধানীর লেডিস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান আরও জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের সম্মানে জামায়াতের উদ্যোগে প্রকাশিত ‘শহীদ স্মরণিকা’ বইটি ঈদের পর শহীদ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। বইটির ১০ খণ্ডে ২,৫০০ পৃষ্ঠায় শহীদদের পরিচয়, ভূমিকা এবং শহীদ হওয়ার ঘটনা সংরক্ষিত রয়েছে। জামায়াত শহীদ, আহত ও পঙ্গুদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে এবং তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
বিশেষ অতিথি মোবারক হোসেন বলেন, “স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, তাঁদের নিয়ে এখন পর্যন্ত কারও ভাবনা নেই।” জামায়াতের নুরুল ইসলাম শহীদদের স্বপ্ন পূরণের জন্য ভবিষ্যতেও কাজ করার প্রতিশ্রুতি দেন।