চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচেই ভারত খেলছে দুবাইয়ের একই ভেন্যুতে। এটি কি তাদের জন্য বাড়তি সুবিধা এনে দিচ্ছে? পাকিস্তানের কোচ আকিব জাভেদ যখন এই প্রশ্ন তোলেন, তখন অনেকে একমত হননি। তবে এবার তার সঙ্গে সুর মিলিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রসি ভ্যান ডার ডাসেন।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান ডার ডাসেন বলেন, ‘এটি অবশ্যই একটা সুবিধা। পাকিস্তান ইতোমধ্যেই এ নিয়ে কথা বলেছে, এবং আমি মনে করি তাদের বক্তব্য পুরোপুরি সত্যি।’
তিনি আরও বলেন, ‘একই জায়গায় অবস্থান করা, একই হোটেলে থাকা, অনুশীলন সুবিধা ব্যবহার করা এবং বারবার একই মাঠে খেলা—এসব মিলিয়ে এটি স্বাভাবিকভাবেই ভারতের জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করছে।’
তবে এই সুবিধাই ভারতের জন্য বাড়তি চাপে পরিণত হতে পারে বলে মত দিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান। ‘ভারতের বিপক্ষে যে দল সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা নতুন পরিবেশে খেলবে। কিন্তু ভারত এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। ফলে একদিকে এটি তাদের জন্য সুবিধা, অন্যদিকে চাপও তৈরি করবে, কারণ এই সুবিধাকে কাজে লাগানোর বাড়তি প্রত্যাশা থাকবে তাদের ওপর।’
এ নিয়ে এর আগে পাকিস্তানের কোচ আকিব জাভেদ বলেছিলেন, ‘একই মাঠে বারবার খেললে সুবিধা পাওয়া স্বাভাবিক। তবে এটিই একমাত্র কারণ নয়, আমরা শুধু এই কারণেই হারিনি। ভারতও এখানে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও একই মত দিয়েছেন। তিনি বলেন, ‘টুর্নামেন্টে ধারাবাহিকতা রাখা গুরুত্বপূর্ণ। তবে ভারত যেহেতু একই ভেন্যুতে সব ম্যাচ খেলছে, এটি নিঃসন্দেহে তাদের জন্য বড় একটি সুবিধা। তাদের দল এমনিতেই শক্তিশালী, এর ওপর এই সুবিধা তাদের জন্য আরও ভালো পরিস্থিতি তৈরি করবে।’