বলিউড থেকে হলিউড—দুই দুনিয়াতেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিনয়ের জন্য পরিচিত হলেও তিনি জীবনে নেতিবাচকতা একদমই পছন্দ করেন না। কারও সঙ্গে মনোমালিন্য হলে, তাকে আর জীবনে জায়গা দেন না এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন তার মা মধু চোপড়া।
মধু চোপড়া জানান, প্রিয়াঙ্কা তার বাবার কাছ থেকেই এই স্বভাব পেয়েছেন। তার বাবা কখনো নেতিবাচক বিষয়কে প্রশ্রয় দিতেন না, প্রিয়াঙ্কাও ঠিক তেমনই। জীবনে কোন মানুষকে স্থান দেবেন, সে বিষয়ে সবসময়ই সচেতন ছিলেন তিনি।
একটি দীর্ঘ সম্পর্কের ধাক্কা সামলানোর পর, নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছেন এই বলিউড-হলিউড তারকা। ছয় বছর ধরে গড়ে ওঠা একটি সম্পর্কে ভাঙনের পর প্রিয়াঙ্কা কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রীর মা বলেন, ‘একবারই এমন হয়েছিল, যখন ওর জীবনে থাকা একজন মানুষকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেয়। তবে সেই ব্যক্তি সত্যিই এর উপযুক্ত ছিল।’
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা নিজেই একবার বলেছিলেন, ‘আমি এক সময় একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়ছিলাম, কিন্তু কখনোই নিজেকে সেরে ওঠার সময় দেইনি। সব সময় চেয়েছি আমার বিশ্বাসের সঙ্গে সেই সম্পর্কগুলোর সামঞ্জস্য তৈরি করতে।’
এই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন, জীবনে অপ্রয়োজনীয় নেতিবাচকতা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।