দিনাজপুরে ২০১৬ সালে ধর্ষণের শিকার এক শিশুর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। আট বছর চার মাস কারাভোগের পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তিনি দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্ত হন।
২০১৬ সালের ১৮ অক্টোবর নিখোঁজ হওয়ার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। ধারালো অস্ত্রের আঘাতে তার প্রজনন অঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যা আজও স্বাভাবিক হয়নি। বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ায় সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হাইকোর্ট সম্প্রতি ‘দীর্ঘ হাজতবাস’-এর যুক্তিতে তার জামিন মঞ্জুর করেছে।
এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার এবং মানবাধিকার সংগঠনগুলো। ‘আমরাই পারি’ সংগঠনের প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, “এভাবে ধর্ষণের আসামি মুক্তি পেলে আইনের প্রতি মানুষের আস্থা কমবে, অপরাধীরা আরও বেপরোয়া হবে।”