বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা সিকান্দার-এর টিজার মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। টিজারে তার সংলাপ, “ইনসাফ নয়, হিসাব করতে এসেছি” দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজারে সালমানকে লার্জার দ্যান লাইফ অ্যাকশন দৃশ্যে দেখা গেছে, যেখানে তিনি একাধিক প্রতিপক্ষকে ঘুষি ও লাথি মেরে পর্যুদস্ত করছেন। তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ছবিটি পরিচালনা করেছেন গজনি-খ্যাত এ আর মুরুগাদাস।
সাম্প্রতিক বছরগুলোতে সালমানের সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার তিনি নিজের অবস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে বাণিজ্যিক ঘরানার এ সিনেমা নিয়ে আসছেন। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তদের প্রত্যাশা, সিকান্দার সালমান খানের ক্যারিয়ারে নতুন মোড় আনবে।