ঢাকার যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় ছিনতাইকারীদের হামলায় মো. জাহিদ (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পর পালিয়ে যায়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
জাহিদ পেশায় একজন পোশাককর্মী এবং ঢাকার গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকায় বসবাস করেন। ঘটনার সময় তিনি রাস্তায় ছিলেন, তখনই ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায়।
হৃদয় নামে এক পথচারী, যিনি জাহিদকে হাসপাতালে নিয়ে যান, বলেন, “আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে জানতে পারি, ছিনতাইকারীরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে গুলি করেছে।”
তিনি আরও জানান, জাহিদের বাম পায়ে গুলি লেগেছে এবং আহত অবস্থায় সময় নষ্ট না করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার কাছে কী পরিমাণ টাকা ছিল বা ছিনতাইয়ের পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ জাহিদ বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যাত্রাবাড়ী এলাকায় এমন ছিনতাই ও সহিংসতার ঘটনা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।