নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা স্বাগত জানিয়েছেন লেখক ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। তিনি এটিকে “সঠিক সিদ্ধান্ত” হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম।
তিনি লেখেন, “যুবকদের নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত এক অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। সংকটময় সময়ে তারা আমাদের হতাশার মধ্য থেকে আশার আলো দেখিয়েছিল। নাহিদের পদত্যাগ করে নতুন দলের নেতৃত্ব গ্রহণ করা যথার্থ সিদ্ধান্ত। তাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “এই পথচলায় চ্যালেঞ্জ থাকবে, অনেক বন্ধুকে হারাতে হতে পারে, আশাভঙ্গেরও শঙ্কা রয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ যদি অতীতের কঠিন সময় পার করিয়ে দিতে পারেন, তাহলে ভবিষ্যতেও তিনি পথ দেখাবেন।”
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে কেউ নির্ভুল পথচলার নিশ্চয়তা নিয়ে এগোতে পারে না। এখানে নানা দিক থেকে আক্রমণ আসবে, সন্দেহ ও অবিশ্বাসের সম্মুখীন হতে হবে। তবে সততা ধরে রাখলে জনগণের ভালোবাসা পাওয়া যাবে, কারণ এ দেশের মানুষ সত্যিকারের সততার মূল্যায়ন করে।”
নতুন দল গঠনকারীদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, “সবাইকে সন্তুষ্ট করতে গেলে পথ হারানোর সম্ভাবনা তৈরি হয়। যে পরামর্শ গঠনমূলক, সেটাই গ্রহণ করুন। যুক্তিহীন মতামত বা অযৌক্তিক সমালোচনার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়।”
শেষে নাহিদের উদ্দেশ্যে তিনি বলেন, “৭৫ বছর পর যেন নাহিদ নিজের সিদ্ধান্তের জন্য লজ্জিত না হয়, বরং গর্বিত হয়। আল্লাহ তোমাদের পথ সুগম করুন।”