দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি মহাকুম্ভ মেলায় যোগ দিতে পুণ্যভূমি পৌঁছেছেন। সালোয়ার ও কুর্তা পরে পরিবারের সাথে তিনি ত্রিবেণি সঙ্গমে পবিত্র স্নানে অংশ নেন এবং সেখানে উপস্থিত অন্যান্যদের সহায়তা করেন।
এ সময় গণমাধ্যমের সাথে কথা বলে তামান্না জানান, “এমন সুযোগ জীবনে একবারই আসে, আর এটি আমার জন্য অত্যন্ত বিশেষ। এখানে এসে বহু মানুষের ভক্তি ও বিশ্বাস দেখতে পাচ্ছি, যা সত্যিই এক অসাধারণ অনুভূতি।”
তিনি আরও বলেন, “এই জায়গায় এসে সবাই তাদের উদ্দেশ্য ও বিশ্বাস নিয়ে হাজির হয়েছেন, এবং আমি নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এখানে এসেছি, যা আমার জন্য খুবই আনন্দের বিষয়।”
এছাড়া, তামান্না তার অভিনীত সিনেমা ‘ওডেলা ২’-এর প্রথম ঝলকও প্রকাশ করেছেন। ছবিতে সন্ন্যাসিনী চরিত্রে তার গেরুয়া পোশাক এবং রুদ্রাক্ষের মালা নজর কেড়েছে।