চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করলেও, ম্যাচ শেষে ভারতের প্রাক্তন ওপেনার বিরেন্দর শেবাগের মন্তব্যে বাংলাদেশি সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
শেবাগ জানান, “বাংলাদেশ কখনো ভারতের বিপদ হয়ে উঠতে পারতো না। এমন স্কোর (২২৮ রান) নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে কখনোই আমি ভয় পাইনি, আর এখন কেন ভয় পাব?”
বাংলাদেশের ২২৮ রানের লক্ষ্য, ভারতের জন্য খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। ১৪৪ রানে চার উইকেট হারানো সত্ত্বেও, ভারত সহজেই ম্যাচ জিতে নেয়, আর লোকেশ রাহুল ও শুভমান গিলের ৮৭ রানের পার্টনারশিপ ভারতের জয় নিশ্চিত করে।
শেবাগ আরও বলেন, “এটা একেবারে সহজ ম্যাচ ছিল। যদি ভারতীয় বড় তারকারা কিছুটা সময় বেশি থাকতেন, ম্যাচটি ৩৫ ওভারের মধ্যেই শেষ হয়ে যেত।”
তার এই মন্তব্যে বাংলাদেশের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বাংলাদেশ এখন বিশ্বের শক্তিশালী দলগুলোর মধ্যে একটি এবং এই ধরনের অবজ্ঞাসূচক মন্তব্য অবাস্তব।