চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ঘিরে বিতর্ক যেন থামছেই না। ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের ছায়া এবার ক্রিকেটেও পড়েছে। নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচার।
গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচের সরাসরি সম্প্রচারে ব্যবহৃত লোগোতে আয়োজক দেশ পাকিস্তানের নাম অনুপস্থিত ছিল। সাধারণত, আইসিসির ইভেন্টের ব্র্যান্ডিংয়ে আয়োজক দেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়। কিন্তু এ ক্ষেত্রে শুধুমাত্র লেখা ছিল ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে। যদিও আইসিসি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, এটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে, তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পিসিবি।
পিসিবির মতে, গ্রাফিক্স ও সম্প্রচার উপকরণ আগেই প্রস্তুত করা হয় এবং আইসিসির অনুমোদন নিয়েই তা ব্যবহৃত হয়। তাই উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাম থাকার পর বাংলাদেশ-ভারত ম্যাচে কেন তা বাদ পড়ল, সে প্রশ্ন তুলেছে তারা।
আইসিসি নিশ্চিত করেছে, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না, এবং পরবর্তী সম্প্রচারগুলোতে সঠিক লোগো ব্যবহৃত হবে।
প্রসঙ্গত, পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। দীর্ঘ আলোচনার পর দুই দেশের সমঝোতায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়। ভারত সেখানে তাদের ম্যাচগুলো খেলবে, আর পাকিস্তান প্রতিদানস্বরূপ আইসিসির পরবর্তী তিনটি ইভেন্টে ভারত সফরে যাবে না।