জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে কিছুটা কম দেখা গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। মাঝেমধ্যেই তিনি নিজের মতামত প্রকাশ করেন, আর এবার তার হতাশার শিকার হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে ফারিয়া লেখেন, “প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এটা কোনো ফানি স্ট্যাটাস না, অনেক দুঃখের স্ট্যাটাস।”
তার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজার ছলে নানা ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন, আর ফারিয়াও তাদের মন্তব্যের উত্তর দেন। একজন জানতে চান, “জীবনে কয়টা প্রেম করলে এত হতাশা আসে?” উত্তরে ফারিয়া বলেন, “সর্বনিম্ন তিনটা!”
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ ২২৯ রানের লক্ষ্য দিলেও, ভারত ২১ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পায়। এই হারে হতাশ ক্রিকেটপ্রেমীরা, যার প্রভাব পড়েছে ফারিয়ার স্ট্যাটাসেও!
বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে অনেক সমর্থকের মতো ফারিয়াও ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ভাবনা ভাবছেন, তবে এটা স্থায়ী নাকি ক্ষণিকের আবেগ, সেটাই দেখার বিষয়!