ভারতীয় ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়। খবর অনুযায়ী, গত ১৮ মাস ধরে তারা আলাদা থাকছিলেন এবং আদালতে তারা একে অপরের সাথে মানিয়ে নিতে অসুবিধা হয়েছে বলে জানিয়েছেন। বিচ্ছেদের প্রক্রিয়া শেষে আদালত তাদের ৪৫ মিনিট সময় দেয়ার পর, দুই তারকাই তাদের বিচ্ছেদে সম্মত হন।
বিচ্ছেদের পর, চাহাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, “ঈশ্বর আমাকে অনেকবার রক্ষা করেছেন, তাঁর সহায়তা সবসময় আমার পাশে রয়েছে।” অপরদিকে, ধনশ্রী লিখেছেন, “ঈশ্বর আমাদের সমস্যাগুলোকে আশীর্বাদে পরিণত করেন। আমাদের বিশ্বাস থাকতে হবে যে, ঈশ্বর আমাদের জন্য ভালো কিছু করেন।”
এই বিচ্ছেদ তাদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি হলেও, তারা ঈশ্বরের প্রতি আস্থা রেখেছেন এবং ভবিষ্যতের জন্য শক্তি লাভের কথা বলেছেন।