যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দেওয়ার জন্য মার্কিন সিনেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সিনেটে ৫১-৪৯ ভোটে এই সিদ্ধান্ত হয়।
কাশ প্যাটেল, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন, এই পদে নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “আজ থেকে বিচার ব্যবস্থার রাজনীতিকরণ শেষ হবে, এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা হবে।”
কিন্তু, প্যাটেলের নিয়োগের বিপক্ষে ভোট দেয়ার মধ্যে ছিল বেশ কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর। তাদের অভিযোগ, প্যাটেলের অতীতের রাজনৈতিক অবস্থান, বিশেষ করে ট্রাম্পের প্রতি তার সহানুভূতি, এফবিআইয়ের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তবে রিপাবলিকানরা বিশ্বাস করেন যে, প্যাটেল সংস্থার খ্যাতি পুনরুদ্ধার করবেন।
কাশ প্যাটেল ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন এবং পূর্ব আফ্রিকায় বেড়ে ওঠেন। তার প্রকৃত নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল এবং তার বাবা-মা গুজরাটি বংশোদ্ভূত।