জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামিম হাসানের একটি বিয়ের ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। ছবিতে নবদম্পতির সাজে দেখা যায় তাদের, যা দেখে অনেকেই ধরে নিয়েছেন, বাস্তব জীবনেও তারা এক হয়েছেন। অনেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানিয়েছেন এই জুটিকে।
তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো বাস্তব বিয়ের মুহূর্ত নয়, বরং তাদের আসন্ন নাটকের শুটিংয়ের একটি দৃশ্য। বিভ্রান্তি এড়াতে শামিম হাসান নিজেই মন্তব্যের ঘরে লিখেছেন, “অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি—চিয়ারস!”
এদিকে, তানিয়া বৃষ্টির ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েই গুঞ্জন উঠেছে। এর আগে তার ও অভিনেতা আরশ খানের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে সেই গুঞ্জন পেছনে ফেলে এবার শামিম হাসানের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। তাদের একসঙ্গে কাজের সংখ্যা বাড়ায় অনেকেই ধরে নিচ্ছেন, বাস্তব জীবনেও তারা কাছাকাছি এসেছেন।
এই আবহেই তাদের বিয়ের ছবি ভাইরাল হলে বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত স্পষ্ট হয়েছে, এটি নিছকই নাটকের শুটিংয়ের একটি অংশ, বাস্তব নয়।