ফ্যাসিবাদের পতন অমোঘ, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক না কেন, তা কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২১ ফেব্রুয়ারি, শুক্রবার, রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। যতদিন বাংলাদেশ থাকবে, শহীদদের স্মৃতি জাতির হৃদয়ে জীবিত থাকবে। তাদের অবমাননা করা হবে, যদি আমরা তাদের ভুলে যাই।
তিনি আরো বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা লড়াই করেছেন তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সরকার ও বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। এছাড়াও, ২৪ সালের আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।