চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ এক জয়ে আসর শুরু করেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন পেসার মোহাম্মদ শামি। দুর্দান্ত বোলিংয়ে তিনি একাই ৫ উইকেট শিকার করেছেন।
শুধু ম্যাচজয়ী বোলিংই নয়, একই সঙ্গে একটি দুর্দান্ত ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেছেন শামি। ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। এই কীর্তি গড়তে তার লেগেছে ১০৩ ইনিংস। সব মিলিয়ে ১০৪ ম্যাচ শেষে তার উইকেটসংখ্যা এখন ২০২।
ম্যাচ শেষে শামি বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া। আমি সবসময় নিজের স্কিলের প্রতি আস্থা রেখেছি।”
নিজের ফর্ম ফিরে পাওয়ার প্রসঙ্গে তিনি যোগ করেন, “ফর্ম চলে গেলে সেটি কীভাবে ফিরিয়ে আনতে হয়, সেটাই গুরুত্বপূর্ণ। আমি কঠোর পরিশ্রম করেছি, এমনকি কিছু সময় দিনে ৮ ঘণ্টা এনসিএতে কাটিয়েছি। প্রতিদিন আগের দিনের চেয়ে ১০% বেশি দেওয়ার চেষ্টা করেছি। ফলাফল আসবেই—আজ না হলে কাল।”
লম্বা সময় চোটের কারণে দলের বাইরে থাকা এবং ফেরার কঠিন পথচলার কথা স্মরণ করে শামি বলেন, “বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলাম, কিন্তু এরপর চোটের কারণে বাইরে চলে যাই। ১৪ মাস পর সেই একই ফর্মে ফিরে আসা সহজ ছিল না। ব্যথা ছিল, মানসিকভাবে চ্যালেঞ্জও ছিল প্রচুর। তবে ঘরোয়া ক্রিকেট খেলে আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ৮-১০টি ঘরোয়া ম্যাচ খেলেছি, যা আমার ছন্দে ফেরার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।”
তিনি আরও বলেন, “দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় অনেকেই আমাকে মিস করেছে। সেই সময় বসে বসে ম্যাচ দেখেছি, মনে হয়েছে আমিও হয়তো কিছু অবদান রাখতে পারতাম। তবে দলের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। সবসময় চেয়েছি, দলের জন্য অবদান রাখতে।”
আগামী ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে শামি বলেন, “ভালো পারফরম্যান্স করলে মানসিকতা আরও শক্ত হয়। আইসিসি টুর্নামেন্ট হোক বা অন্য কোনো আন্তর্জাতিক ম্যাচ, নিজের স্কিলের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
শামির দুর্দান্ত ফর্ম ভারতের জন্য সুখবর, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। এবার দেখার পালা, এই আত্মবিশ্বাসী শামি পরবর্তী ম্যাচেও নিজের দাপুটে পারফরম্যান্স ধরে রাখতে পারেন কি না!