বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে। তবে হারের আড়ালে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলেছে তাওহীদ হৃদয়ের ব্যাট। চোট নিয়েও লড়াই করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই প্রতিভাবান ব্যাটার, যা জয় করেছে ক্রিকেটপ্রেমীদের মন।
ম্যাচ শেষে হৃদয় বলেন, “আলহামদুলিল্লাহ, প্রথম সেঞ্চুরি পেয়েছি। এটি আমাকে ভবিষ্যতে আত্মবিশ্বাস জোগাবে। আমরা পরিকল্পনা করেছিলাম আগে ব্যাট করার, তবে শুরুতেই কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। এরপর জাকেরের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেছি।”
হৃদয় মনে করেন, বাংলাদেশ অন্তত ৩০-৪০ রান কম করেছে, যা পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের ফলাফলে। তিনি বলেন, “আমরা যদি শেষ পর্যন্ত আরও একজন ব্যাটার টিকে থাকতে পারতাম, তাহলে স্কোর ২৭০-এর কাছাকাছি যেত। তাতে ম্যাচের চিত্র বদলে যেতে পারত।”
চোট প্রসঙ্গে তিনি জানান, তার মূল সমস্যা ছিল ক্র্যাম্পিং। “আমি ভালো আছি, তবে ক্র্যাম্পের কারণে ব্যাটিং ব্যাহত হয়েছে। না হলে আরও ২০-৩০ রান যোগ করতে পারতাম।”
দুবাইয়ের উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই হৃদয়ের। তিনি বলেন, “উইকেট কঠিন হলেও সব জায়গার কন্ডিশন এক রকম হয় না। তাই মানিয়ে নিতে হবে। আমি শুধু চেষ্টা করেছি ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর।”
অবশ্যই, এই ইনিংস হৃদয়ের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে, আর বাংলাদেশের সমর্থকদের জন্য এক আশা—যে আগামী দিনে এই তরুণ ব্যাটার দলের অন্যতম ভরসা হয়ে উঠবেন।