চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা ধরে রাখার মিশনে আশানুরূপ শুরু করতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হেরে গেছে তারা। তবে এখানেই শেষ নয়, এই পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ পেল পাকিস্তান দল। স্লো ওভার রেটের কারণে তাদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করলে সেই দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র একটি নির্দিষ্ট পরিমাণ কেটে নেওয়া হয়। পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এই শাস্তি প্রদান করেন।
অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, শরফুদ্দৌলা সৈকত, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলোতে আরও সতর্ক হতে হবে পাকিস্তানকে। ওভার রেটের নিয়ম না মানলে ভবিষ্যতে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে দলকে।