ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদ এবং তার ভাই শাহারিয়ারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত হারুনের নামে ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন, দুটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন, যেখানে তার জমা পরিমাণ প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা। এছাড়া তার ভাই শাহারিয়ারকে ৩০ বিঘা জমি এবং ১১টি ব্যাংক হিসাবসহ তিনটি কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব বুধবার দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন জানায়, হারুন ও তার ভাইয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে।
হারুনের নামে বিভিন্ন জায়গায় অনেক স্থাবর সম্পদ রয়েছে, যার মধ্যে উত্তরায় ৩ কোটি টাকা মূল্যের একটি ইমারত এবং গুলশানে প্রায় ৪ কোটি টাকার একটি ইমারত অন্তর্ভুক্ত। এছাড়া তার কিশোরগঞ্জ, কক্সবাজার ও নারায়ণগঞ্জে জমিও জব্দ করা হয়েছে।
অপরদিকে, তার ভাই শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপু এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।