শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন ছাত্র আন্দোলন দমনে সংশ্লিষ্টতার অভিযোগে ১২ আওয়ামীপন্থি শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন এবং সরকারী নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন দমনে ভূমিকা রাখেন বলে অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বরখাস্ত শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ, অধ্যাপক ড. শরমিন চৌধুরী, অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ আরও ৯ জন রয়েছেন। এছাড়া, তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে তাদের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।